Posts

Showing posts from 2020

রাগী বউ পর্ব: ২

Image
ভার্সিটির গেটের সামনে দাড়িয়ে আছি৷ নতুন অনেক ছাত্র ছাত্রী এসেছে সবাই মিলে তাদের কেই দেখছি৷ আমরা যেহেতু ৩য় বর্ষের ছাত্র সাথে কিছুটা আওয়ারা টাইপের কিছুটা রেগিং না করলে কি চলে৷ - ওই আশিক এই দিকে আয়৷ (আমার বন্ধু) - কি হয়েছে। - আজকে তো অনেক মেয়ে ছেলে আসছে রেগিং করবিনা৷ - নারে আমি ভদ্র হয়ে গেছি। - তুই যদি ভদ্র হস তো দুনিয়াই আর কোনো খারাপ মানুষই নাই। - তুই আমাকে এতো বড় অপমান করলি। - অপমান কই করলাম আমি তো সম্মান দিছি৷ - শোন নতুন ছেলেমেয়েরা আসছে কয়েকটাদিন যেতে দে তার পর না হয় ভেবে দেখবো। সোহাহকে ফোন দে দেখ কোথায় আছে৷ - ফোনটা বের করে দেখতে যাবো তার আগে সোহাগ নিজেই আমাকে ফোন দিছে৷ - হ্যালো সোহাগ - সিয়াম কই তুই - ভার্সিটিতে তুই কই - আমি ভার্সিটির পিছনে যে বাগানটা আছে ওই খানে আছি রাফিকে ৪র্থ বর্ষের ছেলেরা মারছে। - কি বললি দাড়া আমি আসছি। - কিরে কি হলো ( আশিক) - রাফিকে নাকি বড়রা মারছে। - ১ ক্লাস বড় বলেকি যাতা করবে নাকি চল দেখি কে মারছে। দুজনে হাতে দুইটা বড়সড় জুত মতো লাঠি নিয়ে বাগানের দিকে গেলাম ৷ গিয়ে দেখি বড় ভাইরা রাফিকে মারছে আর সাথে সোহাগকেও আমি আর আশিক তো লাঠি নিয়ে দিছি দৌড়ানি...

রাগী বউ পর্ব :১

Image
- এই উঠো (ধাক্কা দিয়ে) - কি হলো উঠো বলছি( আবারও গায়ে ধাক্কা দিয়ে) - কি হয়েছে এই শীতের সকালে ওমন করে ডাকছো কেনো। ( চোখ বন্ধ রেখেই কথাটা বলে অন্যদিকে ঘুরে কম্বলটা টান দিলাম৷) - কি হলো অন্য দিকে ঘুরে শুলে কেনো উঠো৷ (বলেই কম্বলটা টান দিলো) - কি হয়েছে শীতের সকালে এমন নির্যাতন শুরু করলে কেনো (চোখ বন্ধ রেখেই) - করবোই উঠো বলছি। - হুম আর দুই মিনিট। - না তুমি কি উঠবা না আমি পানি নিয়ে আসবো( একটু রেগে) - হুম উঠছি তো বলো কি হয়েছে৷ ( চোখটা খুলে দেখি মহারানী আমার পাশে বসে আছে৷ দেখে তো রাগীই মনে হচ্ছে৷ কেনো যে মেয়েটা অল্পতে রেগে যাই৷) - কি হয়েছে মানে উঠে বসো৷ - উঠছি তো বলো। - যাও ওযু করে নামাজ পড়ে আসো। - এই শীতের মধ্য উঠতে মন চায় বলো৷ তার উপর পানিও ঠান্ডা আজকে না গেলে হয়না৷ - না হয় না সামান্য ঠান্ডা পানিতে ভয় পাচ্ছো মৃত্যুর পরে যখন তোমায় এর থেকে ঠান্ডা পানিতে..... - হয়েছে বুজতে পেরেছি যাচ্ছি তোমাকে আর বলতে হবে না৷ - হুম যাও - দুই মিনিট পরে যাই আযান তো এখনো দেয়নি ( বলে কম্বলটা গায়ে পেচিয়ে নিলাম) - না তুমি ওযু করে মসজিদে যাও যাওয়ার পথেই আযান দিয়ে দিবে আযানের আর বেশি সময় বাকি নেই৷ - ...