রাগী বউ পর্ব: ২
ভার্সিটির গেটের সামনে দাড়িয়ে আছি৷ নতুন অনেক ছাত্র ছাত্রী এসেছে সবাই মিলে তাদের কেই দেখছি৷ আমরা যেহেতু ৩য় বর্ষের ছাত্র সাথে কিছুটা আওয়ারা টাইপের কিছুটা রেগিং না করলে কি চলে৷ - ওই আশিক এই দিকে আয়৷ (আমার বন্ধু) - কি হয়েছে। - আজকে তো অনেক মেয়ে ছেলে আসছে রেগিং করবিনা৷ - নারে আমি ভদ্র হয়ে গেছি। - তুই যদি ভদ্র হস তো দুনিয়াই আর কোনো খারাপ মানুষই নাই। - তুই আমাকে এতো বড় অপমান করলি। - অপমান কই করলাম আমি তো সম্মান দিছি৷ - শোন নতুন ছেলেমেয়েরা আসছে কয়েকটাদিন যেতে দে তার পর না হয় ভেবে দেখবো। সোহাহকে ফোন দে দেখ কোথায় আছে৷ - ফোনটা বের করে দেখতে যাবো তার আগে সোহাগ নিজেই আমাকে ফোন দিছে৷ - হ্যালো সোহাগ - সিয়াম কই তুই - ভার্সিটিতে তুই কই - আমি ভার্সিটির পিছনে যে বাগানটা আছে ওই খানে আছি রাফিকে ৪র্থ বর্ষের ছেলেরা মারছে। - কি বললি দাড়া আমি আসছি। - কিরে কি হলো ( আশিক) - রাফিকে নাকি বড়রা মারছে। - ১ ক্লাস বড় বলেকি যাতা করবে নাকি চল দেখি কে মারছে। দুজনে হাতে দুইটা বড়সড় জুত মতো লাঠি নিয়ে বাগানের দিকে গেলাম ৷ গিয়ে দেখি বড় ভাইরা রাফিকে মারছে আর সাথে সোহাগকেও আমি আর আশিক তো লাঠি নিয়ে দিছি দৌড়ানি...