সিনিয়র গুন্ডি মেয়ে:৭
দোকান থেকে বের হতে হঠাৎ একটা জিনিস দেখে চোখ আটকে গেলো। আসলে আমি আর রুহি যখন দোকান থেকে বের হচ্ছি। তখন বাইরে একটা লেহেঙ্গা দেখলাম। অনেক সুন্দর দেখতে। আমি রুহির হাত ধরলাম। আমি,, রুহি তুই আর কিছু নিবি রুহি,,,না কেনো ভাইয়া আমি,,,ঐ যে সু তে দেখ। লেহেঙ্গা ওটা। রুহি,, ভাইয়া এগুলো বিয়ের সময় পড়ে এমনিতে পড়ে না। আমি,,,ওহ আমার পছন্দ হইছে ওটা। তুই পড়বি রুহি,,না আমার ওসব ভালো লাগে না। আমি,,,তাহলে কাকে গিফট করবো। রুহি,,,মিরা আপুকে গিফট করলে কেমন হয়। ওনাকে অনেক মানাবে। তুই কি বলিস। আমি,,,ওহ আচ্ছা আগে ওটা নেই তারপর দেখা যাবে। রুহি,,,ভাইয়া গিফট দেওয়া যাই ওরকম করে নিয়ে আসবি। আমি,,,কেনো এমনিতে দিলে হবে না। রুহি,,,গাধা, মিরা আপু আজকে ওনার জন্মাদিনে যেতে বলছে আমাকে। আমি ভাবছি এটা নিয়ে যাবো। আমি,,,ওহ আমারতো মনেই ছিলো না। আচ্ছা তুই দারা আমি নিয়ে আসছি। এরপর আমি আবার ঐ দোকানে গেলাম। আমি,,,রিফাত ভাই বাইরে যেই লেহেঙ্গা একটা আছে ওটা দেন। রিফাত,,,কারো বিয়ে হচ্ছে নাকি। আমি,,আরে না ভাই আমার ওটা পছন্দ হইছে। এক...