সিনিয়র গুন্ডি মেয়ে:১
এই ছেলে কান ধরবি নাকি ধরবি না।
আমি,,,আমি কি দোষ করলাম আপু?
মিরা ,,আমার মুখে মুখে তর্ক করিস তুই। (ঠাস,,,,)
আমি নিচু হয়ে গেলাম। চোখ নামিয়ে ফেললাম,,,ওনার দিক থেকে।
মিরা,,,এই ছেলে থাকা আমার দিকে।
আমি,,,আমি মেয়েদের দিকে তাখাই না,,,
মিরা,,,আমার দিকে তাখা বলছি না
আমি,,,মাপ করেন আপু আমাকে এটা পাড়বো না। (হাত দুটো বাজ করে দাড়িয়ে আছি)
মিরা,,,আমি কি দেখতে কালো।
আমি,,না
মিরা,,, দেখতে অসুন্দর
আমি,,না
মিরা ,,তাহলে তাকাচ্ছিস না কেনো?
আমি,,(এই কথার উওর কি দিবো আমি নিজেই জানি না। তাই নিচু হয়ে আছি)
মিরা ,,, আমার কথার উওর দে
আমি,, (আমি চুপ করে দাড়িয়ে আছি)
মিরা ,,ঐ কেনো আমার দিকে থাকাবি না বলতে বলছি না
এবার মিরা আপু হঠাৎ দাড়িয়ে আমার কলার ধরে ওনার মুখ বরাবর নিলো। আমি ওনার দিকে তাখিয়ে আছি। ওনি আমার দিকে তাখিয়ে আছে। ওনার নিশ্বাস আমার উপর পরছে। আমার নিশ্বাস উনার উপর পরছে।
(চলেন ফ্লাসবেক এ,,,,,, মিরা আপু বা কে আমি বা কে সব জেনে নিতে হলে ফ্লাসবেক এ যেতে হবে। ওকে চলেন তাহলে,,,,)
(আমি,,, সুহান,, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। বাবা, মা, বোন সবাই আছে। আরো কিছু জানতে হলে গল্প পড়তে হবে।,,,, চলে গল্পে আসা যাক)
আম্মু,,,, সুহান আজকে কলেজে যাবি নাকি,,,,
আমি,,,না
আম্মু,,কেনো যাবি না।
আমি,,আরে মা প্রতিদিন প্রতিদিন কলেজ যেতে ভালো লাগে না।
আম্মু,,তাহলে কি করবি শুনি
আমি,,,পড়া লেখা ছেড়ে দিবো।
আম্মু,,এরপর কি করবি শুনি।
আমি,,বাবার সাথে অফিসে যাবো। ব্যাবসা দেখা শুনা করবো
আম্মু,,,এরপর কি করবি শুনি।
আমি,,তুমার জন্য একটা বউমা ঠিক করবো।
আম্মু,, এরপর কি করা হবে শুনি।
আমি,,আরে মা এরপর বলতে পারবো না। তুমি বলো এর পর কি করবো
আম্মু,,,তুই ঘুমা আমি রান্না ঘর থেকে খুন্তি টা নিয়ে আসি কেমন
আমি,,,ওটা দিকে কি করবে আবার
আম্মু,,,আগে আনি এর পর দেখবি কি করি,,,
আমি,,,হুম যাও যাও আমি ঘুমাচ্ছি। এটা বলে মুখে কম্বল দিয়ে শুয়ে রইলাম।
ওমা দুই মিনিট যেতে না যেতে আম্মু খুন্তি নিয়ে হাজির। আমি তারাতাডি বিছানা থেকে লাফ মেরে উঠে দাডালাম।
আমি,,,এটা আমার রুমে আনছো কেনো আম্মু
আম্মু,,,এই রুমে একটা সয়তান আছে তাকে শিহ্মা করবো।
আমি,,,আচ্ছা মা একটা কথা বলি।
আম্মু,,,না
আমি,,আরে মা শুনো না শুধু একটা কথা
আম্মু,,,আচ্ছা বল
আমি,,, তুমি বুড়ো হয়ে গেছো। এখন তুমার ধরকার এক জোড়া নাতি নাতনি। তাদের খেলবা। (আর বলতে দিলু না। কান ধরে টানা টানি শুরু হয়ে গেলো)
আম্মু,,,সয়তান আমি বুড়ো না
আমি,,আরে মা কান ছিড়ে গেলে তুমার ছেলেকে কেও বিয়ে করবে না। তারাতাড়ি ছাড়ো।
আম্মু,,,আমার নাতি নাতনি ধরকার না।
আমি,, আরে আমি ওগুলো কখন বলছি,,,
আম্মু,,,একটু আগে কে বলছে শুনি
আমি,,জানি না। ছাড়ো না মা ব্যাথা পাচ্ছিতো,,,
আম্মু,,আচ্ছা এখন আর বকবক না করে ফ্রেশ হয়ে আয়।
আমি,,আচ্ছা
আম্মু,,পাগল ছেলে
আমি গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম। এরপর আয়নার সামনে গিয়ে নিজেকে দেখলাম। কেমন যেনো লাগতেছে। আবার ভাবলাম আজকে কলেজের প্রথম দিন। তাই নিউ গেট আপ নিতে হবে।
চুল গুলো একটু ঠিক করলাম। চোখে চশমা দিলাম। ভিতরে শার্ট উপরে ব্লাজার পড়ে নিলাম। পায়ে। এক জোড়া সু পড়ে নিলাম,
এই গুলো পড়ে রুম থেকে বের হলাম। গিয়ে খাবার টেবিলে বসলাম।
রুহি,,, নায়ক হিরো আলম আমাদের ঘরে কেমনে। বাহ বাহ অসাধারণ সাঝ।তা কেমন আছেন হিরো আলম ভাই
আমি,, তুকে কেনো বলবো। ( আসলে রুহি হলো আমার এক মাএ বোন। সারাহ্মন আমার পিছনে পড়ে থাকবে )
রুহি,,,তা এতো বহুরুপী সাঝ কেনো দিছেন। কাকে দেখাতে যাচ্ছেন একটু শুনতে পারি।
আমি,, না
রুহি,,,যে বিলাই মার্কা চেহারা। দেখলে গা জলে,,,
আমি,,,রুহি এবার কিন্তু মাইর খাবি
রুহি,,,তুই আমাকে মারবি
আমি,,,হুম
রুহি,,,,একবার গায়ে হাত দিয়ে দেখ। তারপর দেখবি আমি কি করি।
আমি,,তুই কি করবি শুনি
রুহি,,টাস করে দেখ
আমি,,ওকে।
এটা বলে রুহি হাতে একটা ছিমটি দিলাম।
রুহি,,,আ,,,,আ,,,,
এমন জুরে চিক্কার করলো। আমি তারাতাডি ওর সামনে থেকে দৌড়ে চলে আসলাম একদম বাইরে। ঘরে আর না ডুকে বাইকটা নিয়ে কলেজে চলে গেলাম।
কলেজের গেট দিয়ে ডুকতে। একটা প্রাইভেট কার এর সাথে লেগে আমার বাইকের গ্লাস ভেঙে গেলো। আমার এতো সাধের বাইক আহারে। মাথা গরম হয়ে গেলো।
আমি ওই গাড়িকে ওভারটেক করে। গাড়িটাকে দাড় করালাম। এরপর বাইক থেকে নেমে।
আমি,,,এই গাড়ি চালাতে না জানলে কে চালাতে বলছে।
বের হো গাড়ি থেকে।
আমি,,,ওই চুপ করে বসে আছিস কেনো ভের হবি নাকি তুর ও একটা গ্লাস ভেঙে পেলবো।
এটা বলতে ওই গাড়ি একটা মেয়ে বের হলো।
এরপর যেটা করলো
,,,,
চলবে,,,,
( ভুল ত্রুটিগুলো হ্মমার চোখে দেখবেন)
Comments
Post a Comment