সিনিয়র গুন্ডি মেয়ে:২



এর পর গাড়ি থেকে নেমে যেটা করলো আমি অবাক হয়ে দাড়িয়ে রইলাম। 


তাহলে শুনেন কি হয়েছিল।,,,, 


আমি গাড়ি দাড় করানোর পর। গাড়ি থেকে যখন চালক কে বের হতে বললাম। তখন একটা মেয়ে হলো। 


আর যে বের হলো তাকে দেখে আমার হাওয়া শেষ হয়ে গেছে। 


কারন কি জানেন। যে গাডি থেকে বের হলো সে হলো। মিরা আপু  মাস্টার্স কমপ্লিট করছে এই বছর। আমি ওনাকে দেখে পা কাপতে শুরু করলো। নিজেকে নিজেই গালি দিতেছি। কেনো যে ভাব নিতে গেলাম। নিজের বিপদ নিজেই টেনে আনলাম। কি হবে কে জানে। 


মিরা,,সামনে আয় 


আমি,,,আ,, আ,সরি আপু 


মিরা,,,সামনে আসতে বলছি 


আমি,,,আপু এই যে কান ধরলাম। প্লিজ এভাবের মতো ছেড়ে দেন। 


মিরা,,,সামনে আসতে বলছি না। আমাকে যদি সামনে যেতে হয় তাহলে কি হবে তা তো জানিস। 


আমি, হু 


মিরা,,, তো দাড়িয়ে আছিস কেনো সামনে আয় 


আমি,,,আমাকে মারবেন নাতো 


মিরা,,,না আদর করবো। সামনে আয় 


আমি,,,প্লিজ আপু কিছু করবেন না। আমি আম্মুর একমাএ ছেলে। 


এটা বলতে টাস করে দুই গালে দুইটা কিস দিলো। আর গাড়িতে নিয়ে চলে গেলো। 


আরে ভাই সত্যি সত্যি কিস না তাপ্পর মারছে।। ওনাকে দেখলে সবাই ভয় পাই। কারন এমপি এর মেয়ে। আর ওনি ও দেখতে একদম গুন্ডি। 


গালে হাত দিয়ে ভাবতেছি। এই মেয়ে যার কপালে আছে। তাকে খাওয়া দাওয়া করতে হবে না। মার খেয়ে খেয়ে খুদাহ চলে যাবে। কি দিয়ে বানাইছে এই মেয়েটাকে। মনে হয় সারা শরীরে রাগ দিয়ে ভরা। 


আমি আমার ভাঙা বাইক টা গেরেজে দিয়ে কলেজে গেলাম। 


বাড়ি থেকে কতো সুন্দর করে আসলাম। সালার মাঝপথে ওই পেত্নীটা এসে বরবাদ করে দিলো। আমার ওই আদরের বোন যদি আমার এই কাহিনি যানে। আল্লাহ আমার কান ঝালাপালা করে পেলবে। 


তাই পশ্চিম দিকে তাখিয়ে দুই হাত তুলে। আল্লাহ মিরা আপুর সাথে যা হয়েছে। রুহি যেনো জানতে না পারে। আল্লাহ ওই ডায়নি থেকে বাঁচাও। 


আমি দুই হাত ছেড়ে পিছনে ঘুরতে। সামনে দেখি আজরাইল। 


মনে মনে যেটা ভাবলাম সেটাই হয়েছে। এখন এই কুওি কি বলে কে জানে। 


রুহি,,,আমার আদরের ভাই হিরো আলম এর এই অবস্থা কে করেছে শুনি 


আমি,,,বোন সামনে থেকে যা না আজকের মতো মাফ কর না। কিছু বলিস না প্লিজ 


রুহি,,, না একটু শুনবো হিরো আলম কে কারা মেরেছে। 


আমি,,আআআআআ তুই যাবি নাকি। 


আমি চিক্কার করে উঠলাম। রুহি সাথে সাথে দৌড়ে চলে গেলো। 


আমি আশে পাশে দেখলাম সবাই আমার দিকে তাখিয়ে আছে। তবে খেয়াল করলাম এটা কেন্টিন।  আমি কেন্টিনে ডুকে ফ্রিজ থেকে কিছু বরপ নিয়ে মাথায় ধরলাম,,,,,, 


আমার এই অবস্থা দেখে আমার জানের জিগার দুস্ত রোহান এসে পডলো।এসে মাথা থেকে বরপ গুলো ফেলে দিলো। 


রোহান,,,কি হইছে তুর 


আমি,,,কিছু না 


রোহান,,,সালা আমি দেখছিতো। 


আমি, দেখলে জিজ্ঞেস করিস কেনো? 


রোহান,,,কি হইছে খুলে বল 


আমি,,,(এরপর শুরু থেকে সব রোহান কে বললাম) 


রোহান,,,,ভাব যেখানে সেকানে দেখাতে নেই। তাহলে সবার অবস্থা তুর মতো হবে। 


আমি,,,ভাই মাইর খেয়ে আছি এক অবস্থায় তার মধ্যে আসছে রুহি। আর ও এসে প্রতিদিন এর মতো শুরু করলো। 


রোহান,৷ আচ্ছা চল ক্লাসে যাই। 


আমি,,,হুম 


আমি আর রোহান দুজনে ক্লাসে যাচ্ছি এমন সময় মিরা আপু আর তার বান্ধবী সব আমার সামনে আসলো। 


(এতহ্মন যা ছিলো সব ফ্লাস বেক এখন বর্তমান এ চলেন)


মিরা,,,কান ধর 


আমি,,,আমি কি দোষ করলাম আপু 


মিরা,,কান ধরতে বলছি ধরবি এটাই শেষ কথা 


আমি,,আরে আপু কি করছি ওটাতো বলেন। 


মিরা,,,তুকে কান ধরতে বলছি ধর। 


আমি না ধরে দাড়িয়ে আছি। পিছনে রোহান,,,


রোহান,,,ভাই একবার ধর না। না হলে আবার সকালের মতো মাইর খাবি। 


আমি,,ওহ না,,না ভাই আর খেতে চাই না। 


মিরা,,,কি খেতে চাস না তুই। এখানে খাওয়ার কথা কখন আসলো। কান ধরতে বলছি তুকে 


আমি,,,এই ধরলাম আপু। ( কান দুইটা ধরে একটা পরাজিত সৈনিক এর মতো হাসি দিলাম)


মিরা,,, যা এখন সামনে থেকে আর আমাদের দেখলে প্রতিদিন সালাম দিবি। 


আমি,,আচ্ছা 


মিরা,,,দাডিয়ে আছিস কেনো, যা সামনে থেকে  


আমি,,,জি যাচ্ছি  


আমি আর রোহান ওই ডায়নি গুলোর সামনে থেকে চলে আসলাম। 


রুমে এসে দেখি ক্লাস শুরু।। 


আমি,,স্যার আসতে পারি 


স্যার,,,না স্যার আপনারা বাইরে যান। আমার ক্লাস শেষ করার পর আসবেন 


আমি,,আর দেরি করবো না স্যার 


স্যার,,,এই ডান্ডা টা দেখছিস আরেকটা কথা বললে। কোথায় পরবে তা তো ভালো জানিস 


আমি,,হু 


রাগে দুঃখে রোহান এর মাথায় একটা তাপ্পর মারলাম,,,আর সালা ওটা আমাকে মারতে সামনে আসলে আমি দৌড়ে পিছনে যেতে।,,,,,, 


আবার পড়লাম আরেক বিপদে। রাগে দুঃখে আমার অবস্থা বারোটা বেজে গেছে। 


,,,,


চলবে?

,,,,

Comments

Popular posts from this blog

সিনিয়র গুন্ডি মেয়ে:১

সিনিয়র গুন্ডি মেয়ে:৭

সিনিয়র গুন্ডি মেয়ে:৬