সিনিয়র গুন্ডি মেয়ে:৭
দোকান থেকে বের হতে হঠাৎ একটা জিনিস দেখে চোখ আটকে গেলো।
আসলে আমি আর রুহি যখন দোকান থেকে বের হচ্ছি। তখন বাইরে একটা লেহেঙ্গা দেখলাম। অনেক সুন্দর দেখতে। আমি রুহির হাত ধরলাম।
আমি,, রুহি তুই আর কিছু নিবি
রুহি,,,না কেনো ভাইয়া
আমি,,,ঐ যে সু তে দেখ। লেহেঙ্গা ওটা।
রুহি,, ভাইয়া এগুলো বিয়ের সময় পড়ে এমনিতে পড়ে না।
আমি,,,ওহ আমার পছন্দ হইছে ওটা। তুই পড়বি
রুহি,,না আমার ওসব ভালো লাগে না।
আমি,,,তাহলে কাকে গিফট করবো।
রুহি,,,মিরা আপুকে গিফট করলে কেমন হয়। ওনাকে অনেক মানাবে। তুই কি বলিস।
আমি,,,ওহ আচ্ছা আগে ওটা নেই তারপর দেখা যাবে।
রুহি,,,ভাইয়া গিফট দেওয়া যাই ওরকম করে নিয়ে আসবি।
আমি,,,কেনো এমনিতে দিলে হবে না।
রুহি,,,গাধা, মিরা আপু আজকে ওনার জন্মাদিনে যেতে বলছে আমাকে। আমি ভাবছি এটা নিয়ে যাবো।
আমি,,,ওহ আমারতো মনেই ছিলো না। আচ্ছা তুই দারা আমি নিয়ে আসছি।
এরপর আমি আবার ঐ দোকানে গেলাম।
আমি,,,রিফাত ভাই বাইরে যেই লেহেঙ্গা একটা আছে ওটা দেন।
রিফাত,,,কারো বিয়ে হচ্ছে নাকি।
আমি,,আরে না ভাই আমার ওটা পছন্দ হইছে। একজনকে গিফট করবো
রিফাত,,,ওহ আচ্ছা দারান একটু আমি নিয়ে আসছি।
আমি,,,গিফট দেওয়া যায় ওমন করে করে দিয়েন।
রিফাত,,,ওকে।
এরপর টাকা দিয়ে ওটা নিয়ে চলে আসলাম।
রুহি,,,ভাইয়া এটার দাম কতো।
আমি,,ঐ আরকি বেশি না।
রুহি,,,বল না কতো টাকা
আমি,,,বেশি না বিশ হাজার।
রুহি,,,,কুওা আমি এতো গুলো কাপড় নিলাম বিশ হাজার হলো না। আর ওনি নিছে,,,,
আমি,,,আরে পেত্নী রাগ করিস না। চল বাড়ি যাই সন্ধ্যায়তো আবার পার্টিতে যেতে হবে।
রুহি,,,ওকে চল।
এরপর গাড়ি নিয়ে সুজা বাড়ি চলে আসলাম। কিছুহ্মন রেস্ট নিয়ে রোহানকে কল দিলাম।
আমি,,,, দুস্ত পার্টিতে যাবি নাকি?
রোহান,,,হুম তবে
আমি,,তবে কি
রোহান,,,কি নিয়ে যাবি।
আমি,,আরে বেটা তুই সন্ধায় রেডি থাকিস। আমি গাড়ি নিয়ে যাবো।
রোহান,,,ওকে
এরপর দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম দিলাম। কখন যে সন্ধ্যা হয়ে গেলো নিজেই জানি না। রুহি এসে ডাকতে লাগলো।
রুহি,,, ভাইয়া উঠ
আমি,,,যাতো সকাল সকাল ডাকতেছিস কেনো।
রুহি,,,এখন সকাল মনে হয় তুর।
আমি,,তা নাহলে কি।
রুহি,,,চোখ খুলে দেখ কুওা।
আমি,,না আমি আরো ঘুমাবো।
রুহি,,,,কুওা তুরে ভালো কথা দিয়ে কাজ হবে না। এটা বলে কম্বল টা নিয়ে নিলো।
আমি,,,,আ,,কি করলি তুই এটা এই ঠান্ডার মধ্যে।
রুহি,,,উঠ কুওা রেডি হয়ে আয় তারাতাডি।
আমি,,,কোথায় যাবি আবার
রুহি,,তুর শাশুর বাড়ি। (এটা শুনে আমি শুয়ে থাকা থেকে উঠে বসলাম)
আমি,,,কি বলিস শশুর বাডি কোথা থেকে আসলো আবার।
রুহি,,,আমার মাথা থেকে। তুই রেডি হো তারাতাড়ি।
আমি,,আচ্ছা। ঐ রুহি
রুহি,,,আবার কি
আমি,,,তুই জানিস না কি করতে হবে।
রুহি,,,পারবো না তুর কাপড় তুই চুজ করে পড়ে নে।
আমি,,,কুওি তারাতাড়ি করে দে। না হলে এই পুরাতন কাপড় গুলো পড়ে চলে যাবো।
রুহি,,,কুওা তুই জীবনে ও ভালো হবি না।
আমি ওয়াশ রুমে ডুকে ফ্রেঞ্চ হয়ে বের হলাম।
ততহ্মনে রুহি আলমিরা থেকে কাপড নিয়ে কোনটা কোনটা পড়বো দিয়ে চলে গেলো।
সত্যি বলতে আমি কোনটা পড়লে মানাবে তাতে কনফিউজে পড়ে যাই। আর তাই কোথাও গেলে কোন কাপড পডবো রুহি ঠিক করে দেই।
কাটে দেখি। একটা পাঞ্জাবি। আর কোর্ট এর সাথে চশমা, ঘড়ি, সু, বডি স্প্রে, সব কিছু আছে।
এরপর আমি যা দেওয়া আছে সব কিছু পড়ে রেডি হলাম। আয়নার সামনে গেলাম। এর মধ্যে দেখি আবার রুহি আসলো।
রুহি,,তুর হইছে ভাইয়া
আমি,,,হুম চল,,
রুহি,,,চুল গুলো ঠিক কর,,,
আমি,,,ওহ। (এরপর জেল দিয়ে চুল গুলো একদম কারা করে দিলাম।)
রুহি,,তুরে দেখতে একদম দুলার মতো লাগতেছে।
আমি,,,হইছে ডপ মারা এখন চল।
রুহি,,,চোখ চশমা দে
আমি,,,না কি রখম যানি লাগে আমার।
রুহি,,,লাগুক তুকে জেটা বলছি ওটা কর।
আমি,,,ঐ বেশি কথা বললে নিবো না তুকে।
রুহি,,,হুম আমাকে ছাড়া যা না। যেভাবে যাচ্ছিস সব মেয়ে তুকে ছিড়ে খাবে।
আমি,,,কি বলিস আমি মেয়ে নাকি যে ভয় পাবো।
রুহি,,,কুওা তুর ভাব দেখানো বন্ধ কর। নাহলে,,,মিরা আপুকে ফোন দিবো।
আমি,,,আমি ভয় পায় নাকি কাওকে।
রুহি,,,আচ্ছা কুওা তুই একবার পার্টিতে যা। তারপর তুলে মঝা বুঝাবো।(মনে মনে)
আমি,,,ঐ কি ভাবতেছিস। কোনো ধরনের সয়তানি করবি না। আমি তুর বড় ভাই হই।
রুহি,,,আচ্ছা আচ্ছা ভাইয়া এখন চলেন।
আমি,, হুম এরকম সুন্দর করে কথা বলবি।
এরপর রুম থেকে বের সামনে রুমে যেতে আম্মু আমার দিকে তাখিয়ে আছে
আমি,,,কি হলো আম্মু
আম্মু,,,তুই বিয়ে করতে যাচ্ছিস নাকি?
আমি,,,কই নাতো
আম্মু,,,তাহলে এরকম দুলার মতো সেজে গুজে কই যাচ্ছিস
আমি,,,রুহির সাথে যাচ্ছি ও নাকি কার জন্মদিনে যাবে
আম্মু,,,,হুম কোনো মেয়ের সাথে কথা বলবি না।
আমি,,,আম্মু এসব বলা বন্ধ করবে।
আম্মু,,,,আচ্ছা যা বাবা বেশি রাত করিস না ওকে নিয়ে চলে আসিস
আমি,,আচ্ছা
এরপর রুহিকে নিয়ে আমি। রোহানের বাড়ির সামনে গেলাম।
রুহি,,, কিরে ভাইয়া রোহান ভাইয়া ও যাবে নাকি।
আমি,,হুম
রুহি,,,সালার এক জোড়া। বিয়ে করলে ও একটাকে করিস কেমন।
আমি,,,এটা কেনো
রুহি,,,কোথাও গেলে ওকে সাথে নিয়ে যাস। তাই আর কি।
আমি,,,কুওি চুপ করে বসে থাক।
রুহি,,,,মনে মনে,,কুওা আজকে যদি রোহান ভাই না যেতো তুকে আমি কাঁদিয়ে ছাড়তাম।
আমি রোহানকে কল দেওয়ার সাথে সাতে দেকি ও বের হলো। ওকে সাথে নিয়ে চলে গেলাম।
রোহান,,,কি খবর রাগি আপু
রুহি,,,আমি মোটেও রাগি না রোহান ভাইয়া।
রোহান,,,তাতো জানি আমার এই ভোলা ভালা বন্ধু টারে নাছিয়ে ছাড়ো।
রুহি,,,এহ কে আপনার বন্ধু ভোলা ভালা।
রোহান,,,হুম
রুহি,,,কিরকম ভালা আমার থেকে আপনি ভালো জানেন।
আমি,,হইছে তুদের ঝগরা। এখন থাম মিরা আপুর বাড়ির সামনে চলে আসছি।
রুহি,,,আমি ঝগরা করছি নাকি তুর বন্ধু করতেছে।
আমি,,,কেও না আমি করতেছি।
মিরা আপুর বাড়ির সামনে এসে গাড়ি দাড় করলাম। গাডি থেকে নামতে সবাই আমাদের দিকে তাখিয়ে আছে। আমি রোহানের দিকে তাখিয়ে আছি। রোহান আমার দিকে তাকাচ্ছে। রুহিতো হাসতেছে।
আমি,,,রোহান এই মেয়ে গুলো কি কোনোদিক প্রাইবেট কার দেখে নাই।
রোহান,,,ভাই গাড়ি না সবাই তুর দিকে তাখিয়ে আছে।
আমি,,,আমি এলিয়েন নাকি। নাকি সবার তেকে আলাদা।
রোহান,,,কিছু না ভাই চল।
রুহি,,,ভাইয়া চল ঘরে যাই।
আমরা সামনে যেতে দেখি। মিরা আপু দাড়িয়ে আছে। ওনি আমার দিকে তাখিয়ে আছে। আমরা তিনজন ওনার সামনে গেছি তখন ও দেখি তাখিয়ে আছে। আমি বুঝলাম না কি হলো।
আমি,,,হাই আপু (ওনি আমার দিকে তাখিয়ে আছে)
আমি এবার লজ্জায় পড়ে গেলাম। আমি কি বলবো বুঝতেছিনা। আমি রোহানের কাদে হাত রাখলাম।
রিমি,,,ঐ মিরা কি হলো তুর (মিরা আপুকে ধাক্কা দিয়ে)
মিরা,,,কই কই আমার আবার কি হবে।
এটা শুনতে সবাই হেসে উঠলো। মিরা আপু লজ্জা পেয়ে ওনার রুমে চলে গেলো।
সুমি,,,,কেমন আছেন দুলাভাই।
আমি এদিক ওদিক থাকাতে লাগলাম। কাকে বলতেছে ঠিক বুঝতে পারছি না।
আমি,,,কাকে বলতেছেন আপু।
সুমি,,,কেনো তুমাকে বলছি।
আমি,,,ফাজলামি বাদদেন তো আপু। আর আপনার বান্ধবীর কি হলো। এরকম তাকিয়ে ছিলো কেনো।
সুমি,, তুমি গিয়ে জিজ্ঞেস করো কেনো তাকিয়ে ছিলো।।
আমি,,,,নারে ভাবা। এখানে দাড় করিয়ে রাকবেন নাকি আমাদের ভিতরে জেতে দিবেন।
রিমি,,,আসো আসো।
এরপর আমি আর রোহান সামনে যেতে লাগলাম।আমাদের একটা রুমে নিয়ে গেলো। দেখি ওখানে তেমন কেও নাই। আমাদের জন্য নাস্তা নিয়ে আসলো। কি আপ্যায়ন ভাবরে। মনে হচ্ছে নতুন জামাই আসছি। নাস্তা করা শেষে।
রুহি,,,আচ্ছা ভাই তোরা বস আমি আসছি।
আমি,,তুই কোথায় যাবি।
রুহি,,,এখানে আমার বান্ধবীরা আসছে।
আমি,,,ওহ আচ্ছা যা।
এদিকে রোহান আমার দিকে তাখিয়ে।
রোহান,,,ভাই তুকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে।
আমি,,,পাম কম দে সালা।
রোহান,,সালা নিজেকে আয়নায় দেখছিস কখনো। আর এরকম সুন্দর করে কেথাও যাস না। নাহলে তুর সাথে আমাকে ও নিয়ে যাবে।
আমি,,,সমস্যা নাই মরলে তুকে সাথে নিয়ে মরবো।
রোহান,,না ভাই আমার মরার সখ নাই।
আমি,,,,না থাকলে ও যেতে হবে সালা তুকে ছাডা আমি কোথাও যায় নাকি।
রোহান,,,দুস্ত মিরা তুর দিকে এমন ভাবে তাখিয়ে ছিলো কেনো।
আমি,,আমি কিভাবে বলবো কেনো তাখিয়ে ছিলো।
রোহান,,,ভাই পানি কোন দিকে গডাচ্ছে
আমি,,,,তুর গড়াগডি বাদদে সালা চল ভাইরে যাই
রোহান,,, ওকে চল।
এরপর আমরা বের হতে যাবো ওমনি একটা মেয়ে আসলো আমাদের সামনে।
মেয়ে,,,একটু কথা বলতে পারি ভাইয়া।
রোহান,,,হুম কি বলবেন বলেন
মেয়ে,,, আপনার সাথে না আপনার বন্ধুর সাথে।
এটা শুনে আমি হেসে দিলাম। রোহান আমার দিকে তাখিয়ে আছে। রাগে ফুসতেছে।
আমি,,,আরে আপু আমার বন্ধুর সাথে বলতে পারেন। আর কি কথা বলবেন বলেন।
মেয়ে,,,আপনার নাম্বারটা পেতে পারি।
আমি,,,,ওহ শুধু মাএ নাম্বার
মেয়ে,,,জ্বি।
আমি,,আচ্ছা নেন।
মেয়ে,,বলেন
আমি,,,01817****92(নাম্বার বলতে রোহান আমার দিকে তাখিয়ে আছে।)
মেয়ে,,,ধন্যবাদ
আসলে আমি যেই নাম্বারটা দিলাম ওটা রোহানের।
রোহান,, তুই আমার নাম্বার দিলি কেনো
আমি,,,কথা বলার জন্য।
রোহান,,,তুইতো ভালো জানিস আমার এসব পছন্দ না।
আমি,,,সালা বকবক করা বন্ধ কর চল সামনে যাই।
রোহান,,,তুর সাথে আমি কোথাও যাবো না আর।
আমি,,,তুকে যেতে হবে না আমি নিয়ে যাবো তুকে।
রোহান,,,সালা চল সামনে।
এরপর আমি রোহান গিয়ে এক পাশে দাড়িয়ে দাড়িয়ে কথা বলতে লাগলাম। তখন দেখি চার পাচঁ জন মেয়ে আসলো।
আমি রোহানের দিকে তাখিয়ে আছি।
আমি আর রোহান চলে যাচ্ছি এমন সময় মেয়ে গুলো আমাদের ঘিরে দাড়ালো।
কি সমস্যায় পড়লাম কে জানে। মেয়ে গুলো আমাদের দিকে তাখিয়ে তাখিয়ে হাসছে।
মেয়ে,,,, আপনারা এতো ভিতু কেনো।
রোহান,, কে বলছে আপনাদের আমরা ভিতু।
মেয়ে,,,তাহলে এরকম ভয়ে পালিয়ে জাচ্ছেন কেনো।
রোহান,,কই আমরাতো এদিক ওদিক হাটতেছি।
মেয়ে,,,আপনার বন্ধু কি কথা বলতে পারে না।
রোহান,,,ওকে জিজ্ঞেস করেন।
মেয়ে,, কেমন আছেন
আমি,,,ভালো আপনারা
মেয়ে,,,আমরা কেও ভালো নেই। বিশেষ করে আমি
আমি,,,কেনো? কি সমস্যা বলেন
মেয়ে,,,সমস্যা বললে কি সমসধান দিতে পারবেন।
আমি,,,চেষ্টা করবো?
মেয়ে,,, আপনাকে দেখার পর থেকে নিজেকে কন্ট্রোল করতে পারছি না।
আমি,,,তাহলে আমি কি করবো
মেয়ে,,, আপনি পারেন আমার সব সমস্যা দূর করতে
আমি,,,আপনার কথা ঠিক বুঝলাম না।
মেয়ে,,, আমি আপনাকে ভালোবাসি ,,,,,,
মেয়েটাকে আর কিছু বলতে না দিয়ে হঠাৎ দেখি কোথা থেকে মিরা আপু আসলো। আর মেয়ে টাকে থাপ্পর মারলো।
,,
চলবে
Comments
Post a Comment