সিনিয়র গুন্ডি মেয়ে:৫
মিরা আপু খাবারের বিল দেখে আমার দিকে রক্ত চহ্মু হয়ে তাখিয়ে আছে।
আমি ওনার দিকে তাখিয়ে।।
আমি,,,আপি এভাবে থাকান কেনো। কতো কষ্ট করে আপনাকে সবাই মিলে উইস করলাম। আর আপনি দেখি আমাদের সাথে সাথে রাগারাগি করতেছেন।
মিরা,,,,কুওা তুই এখানে কি উদ্দেশ্য নিয়ে আসলি বল।
আমি,, চি চি কি বলেন এগুলা
রোহান,,,চল ভাই আমি এখানে আর এক মূহুর্ত থাকতে চাই না।
আমি,,,হুম ঠিক বলছিস ভাই চল যাই।
আমি মিরা আপু সামনে দিয়ে চলে আসতেই। আমার কলার ধরে দাড় করিয়ে ফেললো।
মিরা,,,কি বাচা ধন। বাঁশ দিয়ে চুপিচুপি পালিয়ে যাচ্ছেন যে।
আমি,,,কি বলেন আপু।পালিয়ে কেনো যাবো।
রিমি,,,,কালকের টা শুদে আসলে নিয়ে নিলি না।
আমি,,আরে কি বলেন আপু।
সুমি,, তুকে আমি চিনি কুওা। তুই কত্ত বড় সয়তান।
আমি,,আজকে যাই আপু কেমন।
মিরা,,,কারলে পার্টিতে যেনো দেখি তুকে।
আমি,,দেখি যেতে পারি কিনা
মিরা,,,দেখা দেখি নাই। কালকে সবাই যাবি এটা জানি আমি।
রোহান,,সরি আপু হ্মমা করবেন
মিরা,,যদি তুদের পার্টিতে না দেখি। তাহলে কলেজে আসলে তুদের বারোটা বাজাবো।
আমি,,,ওকে ওকে আপু যাবো।
মিরা,,,ওকে যা তাহলে।
আমি,,,রাহুল আমাদের পার্সেল গুলো দে তারাতাড়ি।
রাহুল সবার জন্য পার্সেল গুলো নিয়ে আসলো,,,
মিরা,,এগুলো কিসের জন্য
আমি,,এটাতো দুপুরের খাবার খাইছি।
মিরা, তো
আমি,,,রাতের জন্য ও নিয়ে যাচ্ছি। হি হি হি,
এটা বলতে মিরা আপু আমার গলা চেপে ধরলো,,,
আমি,,,আপু ছাড়েন আমার বউ বিধবা হয়ে যাবে।
মিরা,,কি তুর বউ ও আছে নাকি আবার
আমি,,,না মানে এখনো হয়নি। ফিউচার এ যে হবে আরকি।
মিরা,,,কুওা তুই আমার হাতে মরবি।
আমি,,আজকে যাই আপু কেমন
মিরা,,আরেকটা মিনিট তুকে যদি আমার সামনে দেখি তাহলে।,,,,,,,
আমি,,যাচ্ছি যাচ্ছি,,,
আসার সময় মিরা আপুর কানে কানে।
আমি,,,বাঁশ টা কেমন দিলাম আপু,,,, এটা বলে দৌড়ে চলে আসলাম
মিরা,,,কুওা তুকে আমি,,,,
সুমি,,,কিরে তুই ওদের কি জন্য ট্রিট দিলি
মিরা,,,(শুরু থেকে সব বললো)
সুমি,,,এতো বড় বাঁশ দিলো। হা হা হা। এখন বিল কতো আসছে ওটা দেখ।
মিরা,,,,দশ হাজার,,,,
সুমু,,,ওয়াট ওরা এতো টাকার কি খেলো।
মিরা,,,দেখ না সয়তান গুলো একটা বাটি ও শেষ করলো না। সবকান থেকে একটু একটু করে খাইছে। আমার মনে এই রেষ্টুরেন্টে যা খাবার আছে সব অর্ডার করছে,।
রিমি,,,হুম আমার ও সেটা মনে হয়।
সুমি,,,কার সাথে লাগতে গেলি কুওি। খাওয়ার পর পার্সেল ও নিয়ে গেলো।
মিরা,,,আচ্ছা ওসব বাদদে। চল শপিং করবো।
শিলা,,,ওকে।
এরপর মিরা আপু বিল দিয়ে শপিং করতে চলে গেলো। এদিকে আমরা রাস্তায় বের হওয়ার পর।
আমি,,,এই সবার পার্সেল এদিকে দে।
রোহান,,কেনো
আমি,,সালা কি মনে করছিস। এগুলো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য নিছি
রোহান,,তাহলে
আমি,,,এই দেখ সামনে। এখানে কত মানুষ না খেয়ে আছে। আর দেখ বাচ্চাটাকে। ওরা এক বেলা খেয়ে আরেক বেলা না খেয়ে থাকে। তুর এগুলো কে দেখে মায়া হয় না।
রোহান,,আরে ভাই এতো ইমোশনাল হইস না। নে সবার গুলো।
এরপর সবার পার্সেল গুলো নিয়ে। পথের ধারে যে মানুষ গুলো আছে সবার মাঝে ভাগ করে দিয়ে দিলাম।
রোহান,,,এখন চল বাড়ি
আমি,,চল।
এরপর যে যার বাড়ি চলে আসলাম।
এদিকে আমি যখন ঐ মানুষ গুলোকে সাহায্য করছিলাম। তখন মিরা আপু আর ওনার ফ্রেন্ডরা বের হলো আর আমাকে দেখলো,
সুমি,,,দুস্ত এই সয়তানটার মনে ও দেখি মানবতা আছে।
মিরা,,,হুম তাতো দেখতেছি। আচ্ছা চল মার্কেটে যাই
সুমি,, ওহ চল।
এদিকে বাডি,,আসার পর,
আম্মু,,,কোথায় গেছিস তুই
আমি,,কেনো কলেজে গেছি
আম্মু,,,কোন মেয়ের সাথে ডেটিং এ গেছিস তুই
আমি,,,এসব কি বলতেছো আম্মু। আমি আবার কখন ডেটিং গেলাম
রুহি,,,মিথ্যা বলতেছিস কেনো তুই কি আজ কলেজে গেছিস।
আমি,,,ওহ তাহলে তুই ই ভুল বাল আম্মুকে বুঝিয়েছিস। কুওি
রুহি,,যেটা সত্যি সেটাইতো বললাম।আম্মুকে ফাকি দিতে পারিস কিন্তু আমাকে না,,,
আমি,,ওরে ভাবা তাই নাকি।
রুহি,,,হুম তুর সব খবর আমি রাকি। কোথায় যাস কোথায় ঘুরে বেডাস।
আমি,,,বকবক করা বন্ধ কর পেত্নী।
রুহি,,,কুওা আমি পেত্নী না তুর বউ পেত্নী
আমি,,,আমার বউ কোথা থেকে আসলো আবার
রুহি,,যার সাথে আজ ডেটিং এ গেছিস।
আমি,,,আম্মু তুমার এই পাগল মেয়েকে আমার সামনে থেকে নিয়ে যাও না হলে আমাকে পাগল করে দিবে।
আম্মু,,আচ্ছা তুরা ঝগরা করিস না। যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়।
আমি,,,আম্মু আমার খুদা নেই
রুহি,,দেখছো আম্মু দেখছো। গার্লফ্রেন্ডের সাথে খেয়ে আসছে।
আমি,,,আম্মু ওর কথা বিশ্বাস করো না। ওরকম কিছু নেই আমার
আম্মু,,,তাহলে কার সাথে খেয়ছিস।
আমি,,,তুমাদের এতো জেনে লাভ নাই। আমি রুমে গেলাম।
রুহি,,আম্মু দেখছো তুমার ভালো ছেলে এখন কতো খারাপ হইছে।
আম্মু,,,তুই চুপ থাকতো আমার ছেলে ওরকম না।
আমি,,,হা হা হা। আমি রুহির দিকে তাই হাসতে হাসতে চলে আসলাম।
রুহি,,আম্মু তুমি আমাকে একটু ও ভালোবাসো না। সবসময় তুমার ছেলর পহ্মে কথা বলো।
রুহি রাগ করে তার রুমে এসে। সাউন্ড বক্সে জোরে গান বাজিয়ে দিলো। এদিকে আমি ঘুমাতে এসে ও ঘুমাতে পারছি না।
আমি রুহির রুমে গেলাম।
আমি,,,লহ্মি বোন টা কি করছে।
রুহি,,সামনে থেকে যা
আমি,,,বোন প্লিজ সাউন্ড টা একটু ছোট কর।
রুহি,,,না
আমি,,,তুই না আমার লহ্মি বোন
রুহি,,,না আমি কারো বোন না।
আমি,,,আচ্ছা কি করতে হবে বল। আমার না অনেক ঘুম পাচ্ছে।
রুহি,,,মাকে গিয়ে বলবি তুর গার্লফ্রেন্ড আছে। আর তার সাথে আজ ডেটিং এ গেছিস।
আমি,,,সত্যি আমি কোনো ডেটিং যাইনি তো। মিরা আপুর থেকে ট্রিট নিছি।
রুহি,,,কিসের ট্রিট।
আমি,,, ফোন দিয়ে তুর মিরা আপুর থেকে জিজ্ঞেস কর।
রুহি,,,আমার মোবাইলে ব্যালেন্স নাই
আমি,,,ধর আমার মোবাইল। আর সাউন্ড ছোট কর।
রুহি,,করছি।
আমি,,,কথা বলে আমার মোবাইল আমার রুমে দিয়ে আসবি।
রুহি,, ওকে।
এরপর আমি আমার রুমে এসে ঘুম দিলাম,,,৷
এদিকে রুহি মিরা আপুকে ফোন দিলো।,,,,,,
,,
চলবে,,,,?
,,
(ভুল -ত্রুটিগুলো হ্মমার চোখে দেখবেন)
Comments
Post a Comment