সিনিয়র গুন্ডি মেয়ে:৩



....

আমি পিছনে যেতে ধাক্কা খেয়ে পড়ে গেলাম।  আমি চোখ বন্ধ করে আছি।আহ কি নরম। মনে হয় তুলার বালিসের উপর পড়লাম। আমিতো শক্ত করে জড়িয়ে ধরলাম। 


হঠাৎ মনে পড়লো। আমিতো বাড়িতে না স্কুলে। চোখ খুলে যেটা দেখলাম। আমিতো শেষ। 


মিরা,,,কিরে ছেড়ে দিলি কেনো। 


আমি,,,আ,আপু সরি আমার ভুল হইছে 


মিরা,,,কিসের হইছে তুই আমাকে জড়িয়ে ধরে। আবার বলছিস ভুল হইছে। 


আমি,,আমি গেলাম আপু। 


এটা বলে চলে আসলাম। আর পিছনে দেখলাম মিরা আপু হাসতেছে। 


এদিকে মিরা আপুর ফ্রেন্ড,,,,,, 


মাহি,,,,কিরে মিরা কি হলো তুর আজকে 


মিরা,,,কেনো আমার আবার কি হবে 


মাহি,,,তুই ঐ ছেলেটাকে এভাবে ছেড়ে দিলি কেনো 


মিরা,,,জানি না রে সকালে ওকে দেখার পর থেকে কেমন জানি লাগতেছে। 


মাহি,,,কি তুই কি ছেলেটাকে ভালোবেসে ফেলছিস। 


মিরা,,,আরে ওরকম কিছু না। এমনি ভালো লাগে,, 


মাহি,,হা হা আমারতো অন্য কিছু মনে হচ্ছে। 


মিরা,,,যাতো সামনে থেকে 


মাহি,,,যাবো না সামনে তেকে আর চল আজকে ফুসকা খাবো 


মিরা,,, ওকে চল। 


এরপর ওরা দুজন ফোসকার দোকানে আসতে লাগলো। 


এদিকে আমি,,,,


আমি দৌড়ে মিরা আপুর সামনে থেকে চলে আসলাম। আর গিয়ে কেন্টিনে বসলাম। আমার সাথে সাথে রোহান ও চলে আসলো। 


রোহান,,,,সুহান একটা কথা আমার মাথায় আসছে না 


আমি,,,তুর মতো গাধার মাথায় ভালো কথা আসবে 


রোহান,,,শালা কে গাধা।  আমার থেকে দেখে দেখে লিখিছ পরিহ্মায় 


আমি,,, জ্বি না তার উল্টো তুই আমার থেকে দেখে লিখিছ


রোহান,,,,জীবনে বাড়ি গিয়ে কোনোদিন বই খুলেছিস 


আমি,,,আরে বেটা আমি না পরে পাস করতে পারি 


রোহান,,,হুম জানি কেমন করে পাস করিস 


আমি,,,জানলে ভালো এখন চল ফোসকা খাবো 


রোহান,,,আমি ওগুলো খাই না তুই খা গিয়ে 


আমি,,,আরে বেটা চল আমি খাবো তুই দেখবি 


রোহান,,,না তুই যা 


আমি,,,তুই যাবি নাকি কাঁদে করে নিয়ে যাবো 


রোহান,,,আচ্ছা আচ্ছা কাঁদে নিতে হবে না চল যাই 


আমি,,হুম 


এরপর দুজনে ফোসকার দোকানের সামনে গেলাম।ওমাগো ওখানে দেখি মিরা আপু আর মাহি আপু ফোসকা টানতেছে। আহ একটার পর একটা। একটা শেষ হতে না হতে আরেকটা দিতেছে। এমন ভাবে খাচ্ছে যেনো।জীবনে কোনোদিন ফোসকা খাইনি।  


রোহান,,,ভাই তুই কি করছিস। এরকম করে দেখতেছিস কেনো 


আমি,,আরে দেখ ভাই কেমন করে খাচ্ছে ওরা। জীবনে মনে হয় কোনোদিন ফোসকা খায়নি কি রাহ্মস রে ভাই।


রোহান,,,,তুই নিজে ও মরবি আমাকে ও মারবি আমি নাই তুই থাক 


এদিকে আমি ওদের খাওয়া দেখতে লাগলাম। রোহান কখন চলপ গেলো আমি নিজেই জানি না। কি হলো আমার কি জানে। হঠাৎ মনে হলো আমার হাত দুইটা কেও ধরছে আর ওপর তুলো ফেলতেছে। 


আমি পাশে থাকিয়ে দেখি মিরা আপুর পুশা হাতি দুইটা। 


আমি,,,ঐ,,,ঐ, হাতির বাচ্চারা আমাকে কোথায় নিয়ে জাচ্চেন ছাড়েন আমি পড়ে যাবো। 


সুমি,,,,রিমি আমাদের হাতে বলতেছে এই পাতলু চল ওরকম করে দরি। 


আমি,,,এই আপনারা আবার কেমন করে দরবেন। ছাড়েন আমাকে। 


রিমি,,, আরে বাঁচাধন তুমার আজকে ছাড় নাই,, 


আমি,,,মানে কি করবেন আপনারা 


ওমাগো কথা বলতে দেরি। এক জন আমার পা একজন হাত। মরা মানুষের মতো করে নিয়ে যাচ্ছে। আমার কি করা ধরকার আমি নিজেই ভেবে পাচ্ছি না। 


।আমি,,,হাতি দুই বাচ্চা এখানে কেমন আসলো আল্লাহ মনে হয় পথ হারায় পেলছে,,, 


রিমি,,,,যা বকবক করার করে নে তুকে আজ মজা দেখাবো 


আমি,,,কি মজা দেখাবে হাতির বাচ্চারা 


সুমি,,,তুই অনেক বকবক করছিস চুপ থাক তুই না হলে পেলে দিবো। 


আমি,,,না না আপু প্লিজ ফেলে দিবেন না,,,, 


রিমি,,তাহলে চুপ থাক 


আমি,,আচ্ছা 


এরপর ঐ হাতি দুইটা আমাকে মিরা আপু সামনে নিয়ে গেলো। 


আমি ভয়ে মাথা নিছু করে দাড়িয়ে আছি,,,, 


মিরা,,,ঐ সুহানের বাচ্চা আমার দিকে থাকা,,, 


আমি,,,,, 


মিরা,,, তুকেতো আজকে শাস্তি পেতেই হবে,, 


আমি,,,প্লিজ আপু এভাবের মতো হ্মমা করে দেন এরকম ভুল আর হবে না। 


মিরা,,,, না এখন মাপ নাই কি বলিস মাহি,৷ 


মাহি,,,,হুম এখন কোনে মাপ নাই। 


মিরা,,,কি শাস্তি দিবো তুরা সবাই বল 


মাহি,, দুইশো বার কান ধরে উটবস করতে বল 


আমি,,,কি দুইশো বার? 


মিরা,,,হুম 


আমি,,,প্লিজ আপু এটা ছাড়া অন্য কিছু বলেন করে দিবো। 


মিরা,,ওকে তাহলে আমরা সবাই আজকে যা ফোসকা খাবো তার বিল তুই দিবি। 


আমি,,,,এতো টাকা দিতে পারবো না। 


মিরা,,, তাহলে কান ধরে উটবস কর যা 


আমি, আপু প্লিজ মাফ করে দেন এবারের 

মতো। 


মিরা,,,আমার কাছে কোনো মাফ নাই। কোনটা করবি বল 


আমি,,দিত্বীয় টা 


মিরা,,, কোনটা ফোসকার বিল নাকি। 


আমি,,হুম 


মিরা,,,,ওকে। এই রিমি আর সুমি তুদের যা ইচ্ছে খা আজকে দেখি কার থেকে কে বেশি খেতে পারিস। যে বেশি খেতে পারবি থাকে আমার তরপ থেকে আরো দুইটা এক্সট্রা গিফট দিবো। 


সুমি,,,আমি জিতবো 


রিমি,,,আগে শুরু কর । 


হঠাৎ কোথা থেকে জানি রুহি আসলো। 


রুহি,,,ভাইয়া আমাকে ফোসকা খাওয়া না 


আমি,,তুর টাকা দিয়ে তুই খা যা 


রুহি,,, কুওা তুর মতো ফকির এই দুনিয়ায় নাই। কিপটা 


আমি,,,যা একটা পয়সা ওলা ছেলেকে ভাইয়া ডাক। 


রুহি,,,যা ভাগ আজকে মিরা আপুর থেকে খাবো।  কেমন আছো আপু 


মিরা,,,হুম ভালো তুমি কেমন আছো 


রুহি,,,একটু আগে ভালো ছিলাম না এখন ভালে। 


মিরা,,,ভালো ছিলে না মানে। কি হইছে বল আমাকে 


রুহি,, সামনে যে বসে আছে তার জন্য । 


মিরা,,কি করছে ও তোমাকে। প্রফুজ করছে নাকি। 


রুহি,,,আরে আপু ও কি বলো এগুলা। এটাইতো সুহান ভাইয়া। 


মিরা,,,কি সুহান তুমার ভাই 


রুহি,,,হুম 


মিরা,, ওহ তুমার জন্য একটা সারপ্রাইজ আছে। 


রুহি,,,কি।। আপু তারাতাডি বলো না 


মিরা,,,তুমার জন্য আজকে ফোসকার দোকান ফ্রী যতো ফ্লেট ইচ্ছে খেতে পারবে। 


রুহি,,,কি সত্যি আপু। 


মিরা,, হুম  


ওরা সবাই এমন ভাবে খাচ্ছে যেনো জীবনে আর কখনো ফোসকা খাইনি। ওহ আল্লাহ হাতি দুইটা একজনে দশ ফ্লেট করে খাইছে। আমি মারা যাই যাই অবস্থা। কতো গুলো টাকা আজকে চলে যাবে। তা ও এই মেয়েদের পিছনে। ওহ আল্লাহ বাঁচাও। আমি এক জাইগা বসতে পারছি না। আমার এই অবস্থা দেখে মিরা আপু হাসতেছে।

 বাল। ওনার হাসি দেখে আমার অস্তিরতা আরো ভেড়ে গেছে। মনে মনে ভাবছি এখান থেকে পালিয়ে না গেলে। আমার পকেট পুরাই পাকা করে ফেলবে এই খাদক গুলো। 


আমি,,,মিরা আপু আমি একটু এক নাম্বারে যাবো 


মিরা,, এক নাম্বার কি আবার 


আমি,,,একটু বাতরুমে যাবো 


মিরা,,,না বসে থাকো। 


রুহি,,, আরে যেতে যাচ্ছে চলে যেতে দেন আপু। 


মিরা,,টাকা না দিয়ে চলে গেলে। 


রুহি,, কি টাকা এই ফকিন্নি দিবে নাকি 


মিরা,,,হুম 


রুহি,,আপু ওকে ধরে রাখো ও। পালিয়ে যাবে। ওকে বিশ্বাস করে ছাড়লে। সব টাকা তুমার ওপর পড়বে মনে রেখো 


মিরা,,,কিসের ছাড়াছাডি বসে থাকবি এখানে,,,


আমি,,,মামা ফোসকার বিল কতো। 


রুহি,,,মামা আমাকে আরো দুই প্লেট দিন। 


আমি,,তুই আরো খাবি। 


রুহি,,জীবনে কখনো একটা সেন্টার ফ্রোট আনছিস আমার জন্য কুওা আজকে আমি একাই দশ প্লেট খাবো। 


শালার এই কুওিটা মাঝকানে কোথ থেকে আসলো। একাই দশ প্লেট খাচ্ছে। আর আমি সবার দিকে তাখিয়ে দেখি। আমার দিকে তাখিয়ে হাসতেছে।


 মনে মনে ভাবতেছি হাসি বের করবো সবার সময় হোক। 


এরপর সবার খাওয়া শেষ হলে। বিল দিতে গিয়ে দেখি,,,  


আমি,,,মামা বিল কতো 


মামা,,বেশি না ২৫০০, 


এটা শুনে আমি রুহির দিকে তাখালাম। ও আমার দিকে তাখিয়ে। 


রুহি,,ফোসকা খাবি ভাইয়া 


আমি,,,,(ওর দিকে রাগি চোখে তাখিয়ে আছি) 


রুহি,,,মনটা আজকে একদম ফ্রেশ হয় গেলো। ওপ কি খাওয়া। যা ধন্যবাদ দিলাম ফোসকা খাওয়ানোর জন্য। 


মিরা,,,এরকম না তাখিয়ে টাকা দে 


আমি,,,,সময় আসুক তখন দেখাবো মঝা কি জিনিস 


মিরা,,,হি হি হি হুম আমরা ও দেখার জন্য রাজি। 


কি আর করা টাকা দিয়ে। ওদের সামনে থেকে চলে আসলাম। রাস্তায় আসলাম দেখি একটা রিকশা ও নাই। মোবাইলটা বের করলাম। কানে ইয়ার লাগাই দিলাম। আর গান শুনে শুনে  বাড়ি চলে আসলাম,,,, 


বাডি এসে দেখি রুহি আমার আমার সামনে,,,,


রুহি,,,আজকে হিরো আলমের থেকে টাকা কসাইতে পারছি। ওপ কি আনন্দ না লাগতেছে। 


আমি,,,সমানে তেকে সর কুওি। 


রুহি,,,আহারে দুই হাজার টাকা চলে গেলো। আহারে,,,কি কষ্ট লাগতেছে রে কারে বুঝাই। 


আমি,,,পেত্নী দাড়া তুকে,, 


আমি,,,ওকে ধরতে গেলে ও পালিয়ে গেলো। আর আম্মুর পিছনে গিয়ে দাড়ালে,,, 


রুহি,,,আজ কি হইছে জানো মা,,, 


আম্মু,,,না তুই বললে শুনবে 


রুহি,,আজকে,,,,, 


,,,


চলবে,,,,,,


,,

(ভুল ত্রুটিগুলো হ্মমার চোখে দেখবেন)

Comments

Popular posts from this blog

সিনিয়র গুন্ডি মেয়ে:১

সিনিয়র গুন্ডি মেয়ে:৭

সিনিয়র গুন্ডি মেয়ে:৬