Posts

Showing posts from February, 2021

সিনিয়র গুন্ডি মেয়ে:৭

Image
দোকান থেকে বের হতে হঠাৎ একটা জিনিস দেখে চোখ আটকে গেলো।  আসলে আমি  আর রুহি যখন দোকান থেকে বের হচ্ছি। তখন বাইরে একটা লেহেঙ্গা দেখলাম। অনেক সুন্দর দেখতে। আমি রুহির হাত ধরলাম।  আমি,, রুহি তুই আর কিছু নিবি  রুহি,,,না কেনো ভাইয়া আমি,,,ঐ যে সু তে দেখ। লেহেঙ্গা ওটা।  রুহি,, ভাইয়া এগুলো বিয়ের সময় পড়ে এমনিতে পড়ে না।  আমি,,,ওহ আমার পছন্দ হইছে ওটা। তুই পড়বি  রুহি,,না আমার ওসব ভালো লাগে না।  আমি,,,তাহলে কাকে গিফট করবো। রুহি,,,মিরা আপুকে গিফট করলে কেমন হয়। ওনাকে অনেক মানাবে। তুই কি বলিস।  আমি,,,ওহ আচ্ছা আগে ওটা নেই তারপর দেখা যাবে।  রুহি,,,ভাইয়া গিফট দেওয়া যাই ওরকম করে নিয়ে আসবি।  আমি,,,কেনো এমনিতে দিলে হবে না।  রুহি,,,গাধা,  মিরা আপু আজকে ওনার  জন্মাদিনে যেতে বলছে আমাকে। আমি ভাবছি এটা নিয়ে যাবো।  আমি,,,ওহ আমারতো মনেই ছিলো না। আচ্ছা তুই দারা আমি নিয়ে আসছি।  এরপর আমি আবার ঐ দোকানে গেলাম। আমি,,,রিফাত ভাই বাইরে যেই লেহেঙ্গা একটা আছে ওটা দেন।  রিফাত,,,কারো বিয়ে হচ্ছে নাকি।  আমি,,আরে না ভাই আমার ওটা পছন্দ হইছে। এক...

সিনিয়র গুন্ডি মেয়ে:৬

Image
  রুহি মিরা আপুকে কল দেওয়ার সাথে সাথে কল রিসিভ করলো।  মিরা,,,,কে বলতেছেন  রুহি,,,আমি রুহি আপু  মিরা,,ওহ কেমন আছো  রুহি,,,,ভালো আপু তুমি কেমন আছো।  মিরা,,,ভালো নেই ।  রুহি,,, কেনো আপু?  মিরা,,তুমার ভাইটার জন্য  রুহি,,,আমার ভাইয়া কি করছে আপু।  মিরা,,,আজকে আমার থেকে ঐ ফোসকা খাওয়ার প্রতিশোধ নিছে।  রুহি,,,হা হা হা কতো টাকা খাইছে আপু  মিরা,,,দশ হাজার টাকা।  রুহি,,,,কিহ ও এতো টাকা কিভাবে খেলো।  মিরা,,,সাথে আরো সাত জনকে আনছে।  রুহি,,,কুওা। আমি জানতাম আপু। ওর থেকে কেও এক টাকা কসাইতে পারে না। আর আপনিতো আড়াই হাজার টাকা খাইছেন।আপনাকে ছাড়বে নাকি।  মিরা,,,আচ্ছা বাদ দাও আর এটা তোমার নাম্বার নাকি।  রুহি,,,না আপু, সোহান ভাইয়ের  মিরা,,,ওহ।  রুহি,,আচ্ছা আপু বাই।  মিরা,,,,রুহি শুনো।  রুহি,,কি আপু।  মিরা,,,তুমার ভাইয়ার গার্লফ্রেন্ড আছে নাকি,,,  রুহি,,হঠাৎ এই কথা জিজ্ঞেস করছেন কেনো আপু।  মিরা,,,না মানে এমনে জিজ্ঞেস করছি।  রুহি,,,নাই আপু। আমার ভাইয়া একদম পিউর সিঙ্গেল। আর অনেক ভালো ও...

সিনিয়র গুন্ডি মেয়ে:৫

Image
  মিরা আপু খাবারের বিল দেখে আমার দিকে রক্ত চহ্মু হয়ে তাখিয়ে আছে।  আমি ওনার দিকে তাখিয়ে।।  আমি,,,আপি এভাবে থাকান কেনো। কতো কষ্ট করে আপনাকে সবাই মিলে উইস করলাম। আর আপনি দেখি আমাদের সাথে সাথে রাগারাগি করতেছেন। মিরা,,,,কুওা তুই এখানে কি উদ্দেশ্য নিয়ে আসলি বল।  আমি,, চি চি কি বলেন এগুলা  রোহান,,,চল ভাই আমি এখানে আর এক মূহুর্ত থাকতে চাই না।  আমি,,,হুম ঠিক বলছিস ভাই চল যাই। আমি মিরা আপু সামনে দিয়ে চলে আসতেই। আমার কলার ধরে দাড় করিয়ে ফেললো। মিরা,,,কি বাচা ধন। বাঁশ দিয়ে চুপিচুপি পালিয়ে যাচ্ছেন যে।  আমি,,,কি বলেন আপু।পালিয়ে কেনো যাবো।  রিমি,,,,কালকের টা শুদে আসলে নিয়ে নিলি না।  আমি,,আরে কি বলেন আপু।  সুমি,, তুকে আমি চিনি কুওা। তুই কত্ত বড় সয়তান।  আমি,,আজকে যাই আপু কেমন।  মিরা,,,কারলে পার্টিতে যেনো দেখি তুকে।  আমি,,দেখি যেতে পারি কিনা  মিরা,,,দেখা দেখি নাই। কালকে সবাই যাবি এটা জানি আমি।  রোহান,,সরি আপু হ্মমা করবেন  মিরা,,যদি তুদের পার্টিতে না দেখি। তাহলে কলেজে আসলে তুদের বারোটা বাজাবো।  আমি,,,ওকে ওকে আপু যাবো।...

সিনিয়র গুন্ডি মেয়ে:৪

Image
রুহি,,,আম্মু আজ কি হইছে বলবো।  আম্মু,,,বল  রুহি,,,, আজকে একটা কিপটা মানুষের থেকে ফোসকা খাইছি। তা ও জোর করে।  আম্মু,,,ভালো করছিস। আর মানুষটা কে  রুহি,,,,আমাদের সামনে যে দাঁড়িয়ে আছে সে।  আম্মু,,,আমার ছেলে কিপটা নাকি।  রুহি,,,,তা নাহলে কি কেনোদিন একটা চকলেট ও আমার জন্য আনেনি।  আম্মু,,,মোটে ও আমার ছেলের নামে বদনাম করবি না৷  আমি,,, হুম আম্মু তুমার কুড়িয়ে পাওয়া মেয়েকে একটু বলো আমি কেমন। রুহি,,,আমি কুড়িয়ে পাওয়া মেয়ে না তুকে পেয়েছে  আমি,,,,হা,,, একটু আগেতো শুনলি আম্মু কার দিকে কথা বলছিলো। হা হা হা  আম্মু,,,এই তুরা ঝগরা করতেছিস কেনো। যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি,,যাচ্ছি আম্মু তুমি খাবার রেডি করো  আম্মু,,,খাবার আগে থেকে রেডি করে রাখছি তুই আস  আমি,,,আচ্ছা   এরপর আমি ওয়াস রুমে গিয়ে। গোসল করে আসলাম। কাপড় চোপড় পড়ে নিছে আসলাম। দেখি আব্বু আসছে।  আমি গিয়ে আব্বুর পাশে বসলাম। আমি,,,কেমন আছো আব্বু  আব্বু,,,আমার খবর কে নেই  আমি,,আমি ছাড়া কে নিবে আর তুমার তো আর কেও নেই খবর নেওয়ার মতো।  রুহি,,,আমি আছি আমার আব্বু...

সিনিয়র গুন্ডি মেয়ে:৩

Image
.... আমি পিছনে যেতে ধাক্কা খেয়ে পড়ে গেলাম।  আমি চোখ বন্ধ করে আছি।আহ কি নরম। মনে হয় তুলার বালিসের উপর পড়লাম। আমিতো শক্ত করে জড়িয়ে ধরলাম।  হঠাৎ মনে পড়লো। আমিতো বাড়িতে না স্কুলে। চোখ খুলে যেটা দেখলাম। আমিতো শেষ।  মিরা,,,কিরে ছেড়ে দিলি কেনো।  আমি,,,আ,আপু সরি আমার ভুল হইছে  মিরা,,,কিসের হইছে তুই আমাকে জড়িয়ে ধরে। আবার বলছিস ভুল হইছে।  আমি,,আমি গেলাম আপু।  এটা বলে চলে আসলাম। আর পিছনে দেখলাম মিরা আপু হাসতেছে।  এদিকে মিরা আপুর ফ্রেন্ড,,,,,,  মাহি,,,,কিরে মিরা কি হলো তুর আজকে  মিরা,,,কেনো আমার আবার কি হবে  মাহি,,,তুই ঐ ছেলেটাকে এভাবে ছেড়ে দিলি কেনো  মিরা,,,জানি না রে সকালে ওকে দেখার পর থেকে কেমন জানি লাগতেছে।  মাহি,,,কি তুই কি ছেলেটাকে ভালোবেসে ফেলছিস।  মিরা,,,আরে ওরকম কিছু না। এমনি ভালো লাগে,,  মাহি,,হা হা আমারতো অন্য কিছু মনে হচ্ছে।  মিরা,,,যাতো সামনে থেকে  মাহি,,,যাবো না সামনে তেকে আর চল আজকে ফুসকা খাবো  মিরা,,, ওকে চল।  এরপর ওরা দুজন ফোসকার দোকানে আসতে লাগলো।  এদিকে আমি,,,, আমি দৌড়ে ম...

সিনিয়র গুন্ডি মেয়ে:২

Image
এর পর গাড়ি থেকে নেমে যেটা করলো আমি অবাক হয়ে দাড়িয়ে রইলাম।  তাহলে শুনেন কি হয়েছিল।,,,,  আমি গাড়ি দাড় করানোর পর। গাড়ি থেকে যখন চালক কে বের হতে বললাম। তখন একটা মেয়ে হলো।  আর যে বের হলো তাকে দেখে আমার হাওয়া শেষ হয়ে গেছে।  কারন কি জানেন। যে গাডি থেকে বের হলো সে হলো। মিরা আপু  মাস্টার্স কমপ্লিট করছে এই বছর। আমি ওনাকে দেখে পা কাপতে শুরু করলো। নিজেকে নিজেই গালি দিতেছি। কেনো যে ভাব নিতে গেলাম। নিজের বিপদ নিজেই টেনে আনলাম। কি হবে কে জানে।  মিরা,,সামনে আয়  আমি,,,আ,, আ,সরি আপু  মিরা,,,সামনে আসতে বলছি  আমি,,,আপু এই যে কান ধরলাম। প্লিজ এভাবের মতো ছেড়ে দেন।  মিরা,,,সামনে আসতে বলছি না। আমাকে যদি সামনে যেতে হয় তাহলে কি হবে তা তো জানিস।  আমি, হু  মিরা,,, তো দাড়িয়ে আছিস কেনো সামনে আয়  আমি,,,আমাকে মারবেন নাতো  মিরা,,,না আদর করবো। সামনে আয়  আমি,,,প্লিজ আপু কিছু করবেন না। আমি আম্মুর একমাএ ছেলে।  এটা বলতে টাস করে দুই গালে দুইটা কিস দিলো। আর গাড়িতে নিয়ে চলে গেলো।  আরে ভাই সত্যি সত্যি কিস না তাপ্পর মারছে।। ওনাকে দেখলে ...

সিনিয়র গুন্ডি মেয়ে:১

Image
.... এই ছেলে কান ধরবি নাকি ধরবি না।  আমি,,,আমি কি দোষ করলাম  আপু?  মিরা ,,আমার মুখে মুখে তর্ক করিস তুই। (ঠাস,,,,) আমি নিচু হয়ে গেলাম। চোখ নামিয়ে ফেললাম,,,ওনার দিক থেকে।  মিরা,,,এই ছেলে থাকা আমার দিকে।  আমি,,,আমি মেয়েদের দিকে তাখাই না,,,   মিরা,,,আমার দিকে তাখা বলছি না  আমি,,,মাপ করেন আপু আমাকে এটা পাড়বো না। (হাত দুটো বাজ করে দাড়িয়ে আছি) মিরা,,,আমি কি দেখতে কালো।  আমি,,না  মিরা,,, দেখতে অসুন্দর  আমি,,না  মিরা ,,তাহলে তাকাচ্ছিস না কেনো?  আমি,,(এই কথার উওর কি দিবো আমি নিজেই জানি না। তাই নিচু হয়ে আছি)  মিরা ,,, আমার কথার উওর দে  আমি,, (আমি চুপ করে দাড়িয়ে আছি)  মিরা ,,ঐ কেনো আমার দিকে থাকাবি না বলতে বলছি না  এবার মিরা আপু  হঠাৎ দাড়িয়ে আমার  কলার ধরে ওনার মুখ বরাবর নিলো। আমি ওনার দিকে তাখিয়ে আছি। ওনি আমার দিকে তাখিয়ে আছে। ওনার নিশ্বাস  আমার উপর পরছে। আমার নিশ্বাস উনার উপর পরছে।  (চলেন ফ্লাসবেক এ,,,,,, মিরা আপু বা কে আমি বা কে  সব জেনে নিতে হলে ফ্লাসবেক এ যেতে হবে। ওকে চলেন তাহল...